রামপালে করোনা আক্রান্ত রোগী সুস্থ, নতুন সনাক্ত নেই

0
106

সুব্র  ঢালী, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপালে প্রথম করোনা আক্রান্ত সেই নারীর (২০) তৃতীয় (দ্বিতীয় ফলোআপ) নমুনায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

শুক্রবার (১১ জুন) বিকালে রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল জানান, ২ জুন ওই নারীর তৃতীয় (দ্বিতীয় ফলোআপ) নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ তার রিপোর্ট নেগেটিভ এসেছে। এবার নেগেটিভ রিপোর্ট আসায় তাকে করোনামুক্ত ঘোষণা করা হলো ৷

তিনি আর জানান, করোনা আক্রান্ত ওই নারীর স্বামী ও সন্তানসহ এ পর্যন্ত রামপালে ১০৫ জনের নমুনা সংগ্রহ করে খুমেকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে রামপালে প্রথম ওই নারীর নমুনায় করোনা শনাক্ত হয়। তার বাড়ী উপজেলার উজলকুড় ইউনিয়নের বাবুর হাট গ্রামে। তিনি করোনা শনাক্ত হওয়ার দুই দিন পূর্বে মুন্সিগঞ্জ থেকে রামপালে এসেছিলেন। ওই নারী ছাড়া রামপালে অবস্থান আর কোন করোনা রোগী নেই ৷