আফগানিস্তানে রাজনৈতিক সমাধানের ইরানি প্রচেষ্টাকে স্বাগত জানাল পাকিস্তান

0
80

রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে আফগান সমস্যা সমাধানের ইরানি প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বলেছেন, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় ইরানের ভূমিকা ও অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করে ইসলামাবাদ।

ইরানের রাজধানী তেহরানে আন্ত-আফগান বৈঠক প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি আরও বলেন, পাকিস্তানের মতো ইরানও আফগানিস্তানের একটি প্রতিবেশী দেশ। ইরান লাখ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, তারা আশা করছেন আফগানিস্তানের সব পক্ষ মিলে একটি বড় ধরণের রাজনৈতিক সমাধানে পৌঁছাতে সক্ষম হবে। তিনি এই সুযোগ কাজে লাগাতে সব পক্ষের প্রতি আহ্বান জানান।

গত ৭ ও ৮ জুলাই তেহরানে আন্ত-আফগান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে।

ছয় ধারাবিশিষ্ট ঐ বিবৃতিতে উভয় পক্ষ যুদ্ধ বন্ধের ওপর গুরুত্বারোপের পাশাপাশি অদূর ভবিষ্যতেই পরবর্তী বৈঠক আয়োজনের কথা বলেছে।  পার্সটুডে