পুঠিয়ায় আট দিনের ব্যবধানে করোনা জটিলতায় অবঃ দুই পুলিশ সদস্যর মৃত্যু

0
167

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ার আটদিনের ব্যবধানে করোনার পরবর্তী জটিলতায় দুই ভাইয়ের মৃত্যু। আজ শুক্রবার (৯ জুলাই) আক্তার হোসেন খান (৬৩) নামের অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য করোনার পরবর্তী জটিলতা নিয়ে রামেক হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত আক্তার হোসেন পুঠিয়া চারআনি বাজার নিবাসী মৃত আসাদুল্লাহ খানের ছেলে ও চারআনি বাজারের খেলাঘর দোকানের মালিক ছিলেন।

মৃতের পারিবারিক সূত্রে জানাগেছে, গত শনিবার (১৯ জুন ) আক্তারর হোসেন করোনার উপসর্গ পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। সেসময় করোনা পরীক্ষায় তার পজিটিভ হলে সেখানে ভর্তি রাখা হয়। পরের দিন (২০ জুন) তার শ্বাসকষ্ট শুরু হলে রামেক হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

রামেকে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার (৭ জুলাই) করোনা পরীক্ষা করা হলে নেগেটিভ হয়। তবে তার শ্বাসকষ্ট থেকেই যায়। সেসময় থেকে তার অক্সিজেনের মাধ্যমে শ্বাস কার্য চলছিলো। আজ বিকাল ৩ টায় রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার বাদ মাগরিব পুঠিয়া থানা কাজিপাড়া জামে মসজিদে জানাযার নামাজ শেষে কাজিপাড়া কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য গত শুক্রবার (২ জুলাই) রামেক হাসপাতালে করোনার পরবর্তী জটিলতা নিয়ে তার বড়ভাই দেলোয়ার হোসেন (৬৫) মারা যায়।