নওগাঁয় বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু

0
102

মোঃ সুইট হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় বিষাক্ত সাপের কামড়ে সিদ্দিকা বেগম সুখী (৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপরদিকে বিষাক্ত সাপের কামড়ে খোতেজা (৬৫) নামে এক বৃদ্ধাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সিদ্দিকা ওরেফ সুখী নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর (রামরামপুর) গ্রামের সাইকেল মেকার হাসমত আলীর স্ত্রী ও আহত খোতেজা বিবি সাপাহার উপজেলার কোচ-কুড়িলিয়া গ্রামের মৃত মহিউদ্দীনের স্ত্রী বলে জানা গেছে।

নিহত সিদ্দিকার পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সিদ্দিকা তার স্বামী সন্তান নিয়ে নিজ শয়ন ঘরে শুয়ে ছিলেন। এমন সময় তার বাম হাতের আঙ্গুলে সাপ ছোবল দিয়ে পালিয়ে যায়। যার ফলে সাপটিকে দেখতে পায়নি তারা। এসময় সে চিৎকার-চেঁচামেচি শুরু করে। পরে তার পরিবারের লোকজন স্থানীয় বেশ কয়েকজন ওঝার নিকট ঝাঁড়ফুক করে।

এভাবে ক্রমান্বয়ে সারারাত ওঝা দিয়ে ঝাড়ফুঁক চালাতেই থাকে। পরে রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে বৃহষ্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। অপরদিকে একই রাতে উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের খোতেজাকে সাপে ছোবল দিলে রাত ৪ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

হাসপাতালে প্রাথমিক অবস্থায় চিকিৎসা প্রদানের পর রোগীর অবস্থা কিছুটা খারাপ হওয়ায় বৃহষ্পতিবার সকাল ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বলে জানান কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল মালেক।