চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় টাইডল ট্যাবলেট উদ্ধার

0
99

ফেরদৌস সিহানুক শান্ত চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ১৯’শ পিস ভারতীয় টাইডল ট্যাবলেট উদ্ধার করেছে। গতকাল রোববার রাতে শিবগঞ্জ উপজেলার দৌলতপুর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা।

আজ সোমবার দুুপুরে ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গতকাল রোববার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে কামালপুর বিওপির সীমান্ত পিলার ১৮৮/৩-এস হতে আনুমানিক ৫’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতবাড়ী গ্রামের আমবাগানের মধ্য হতে ভারতীয় ১৯’শ পিস নিষিদ্ধ টাইডল ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৯’শ ২৫ টাকা ।

তিনি আরো জানা, বর্তমান করোনা পরিস্থিতিতে সীমান্তে ভারতীয় চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে সে লক্ষে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।