যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৫০ এর নিচে মৃত্যু

0
83

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩৮ জন। এর আগে ২০২০ সালের ১৮ মার্চ প্রাণ হারিয়েছিলো সর্বনিম্ন ৫০ জন। তারপরেই ক্রমাগত বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রে মোট এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ৬ লাখ ২১ হাজার ২৯৩ জন।

একদিনে ৪ হাজার ১৬৯ জন আক্রান্তের মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৯১ হাজার ৩৭৭ জনে।

ভারতেও করোনার সংক্রমণ এখন কিছুটা কম। একদিনে ৪০ হাজার ৩৮৭ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে সেখানে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৮৭২ জন। আর ৭৪৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ৭৫৮ জনে।

বিশ্বে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জন আর প্রাণ হারিয়েছে ৬ হাজার ৭ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত শনাক্ত হলো ১৮ কোটি ৪৫ লাখ ৫০ হাজার মানুষ আর প্রাণ হারালো ৩৯ লাখ ৯৩ হাজার ১৮৬ জন।