ধামরাইয়ে যাদবপুর ইউনিয়নে বিনামূল্য সার- বীজ ও করোনার সুরক্ষা সামগ্রী বিতরন

0
76

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নে ৩০ জন কৃষকের মাঝে ২০২০-২০২১ অর্থবছরে ধান ফসলের চাষীদের মাঝে বিনামূল্য ৫ কেজি রুপা আমন ধান বীজ,১০ কেজি ডিএপি,১০কেজি এমওপি সার ও করোনার সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।

শনিবার (৩ জুলাই-২০২১ খ্রীস্টাব্দ) সকালে যাদবপুর ইউনিয়ন পরিষদে কৃষকদের হাতে সার বীজ তুলে দেন যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ূব আলী ইছাক।

বিতরনকালে চেয়ারম্যান আইয়ূব আলী ইছাক বলেন,আমি করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ এর মানণীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এমপি দিক নির্দেশনায় মাস্ক, হ্যান্ডসাইরাইজার,খাদ্য সহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট মেরামত করে দিয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার বাবু হরিলাল মন্ডল,মোঃ ফয়েজউল্লা,ইউপি সদস্য হানিফ মোল্লা,সালাম মোল্লা,মহিলা ইউপি সদস্য বিলকিস বেগম,সামছুরনাহার জোৎনা সহ অন্যান্য নেতৃবৃন্দ।