শ্রীলংকাকে ১৬৬ রানে গুঁড়িয়ে দিল ইংল্যান্ড

0
77

হোয়াইটওয়াশ এড়াতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে শ্রীলংকা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ খেলায় ইংলিশ পেসারদের গতির মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬৬ রানে অলআউট হয় লংকানরা।

রোববার ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে পড়ে যায় শ্রীলংকা। স্কোর বোর্ডে ৮৭ রান যোগ করতেই সাজঘরে ফেরেন প্রথম সারির ৬ ব্যাটসম্যান।

ইংলিশ পেসার ক্রিস ওকস, ডেভিড উইলি ও টম কারানের গতির মুখে পড়ে একের পর এক সাজঘরে ফেরেন কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, ওসাদা ফার্নান্দো ও ওয়ানেন্দু হাসারাঙ্গা।

প্রথমসারির তারকা ছয় ব্যাটসম্যানের বিদায়ের পর সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে দলকে সম্মানজনক স্কোর উপহার দিতে একাই লড়াই করে যান দাসুন শানাকা। শেষদিকে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউই।

সানাকার একার লড়াইয়ে শেষ পর্যন্ত ৪১.১ ওভারে ১৬৬ রানে অলআউট হয় শ্রীলংকা। ৬৫ বলে দুটি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন সানাকা। ইংল্যান্ডের হয়ে টম কারান শিকার করেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস ও ডেভিড উইলি।