লকডাউনের নির্দেশনা অমান্য; ২২ জনের অর্থদন্ড

0
87

রাব্বি ইসলাম,স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। চলমান লকডাউনের তৃতীয় দিনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান পরিচালনা করে ২২ জনকে ১৯ হাজার ৬শ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

শনিবার (০৩জুলাই) উপজেলার বাঁশতৈল, দেওহাটাসহ অন্যান্য এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা ও মির্জাপুর উপজেলা প্রশাসন। পৃথক দুটি অভিযানে নেতৃত্ব দেন, টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী, নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, আইন মানুন, বাসায় নিরাপদে থাকুন, লকডাউন কেমন হচ্ছে তা দেখতে আসার দরকার নেই। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির যৌথ টিম মাঠে আছে।