কুড়িগ্রামের প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার আশঙ্কা

0
71

গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে মারাত্মক বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ধরলার পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্রের চিলমারী পয়েন্টে অনেক বেড়েছে এবং সেখানেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলার পানি কমে যাওয়ায় কয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।

এদিকে, তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে নদ-নদীর তীরবর্তী ২০টি চরের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পর্যায়ক্রমে পানি উঠছে এসব নদ-নদীর তীরবর্তী আরো অনেক নীচু এলাকাগুলোতে। ওইসব এলাকায় বিঘ্নিত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে এসব এলাকার পাটক্ষেত, ধনচে ক্ষেত ও শাকসবজি ক্ষেত।

এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিস্তা নদীর দুই পাড়জুড়ে শুরু হয়েছে ভাঙন। এছাড়াও ধরলা নদীর পানি কমে গেলে সদর উপজেলার সারডোবে বিকল্প বাঁধের অবশিষ্টাংশ ভেঙে পানি ঢুকে ভাটিতে থাকা ১৫টি গ্রাম নিমজ্জিত হয়েছে।

এসব এলাকার গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ। পানি বাড়ার ফলে তিস্তার গাবুর হেলান, খিতাবখাঁ, ধরলার সারডোব, পাটেশ্বরীসহ কয়েকটি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। সারডোবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।

গত ৩ দিনে এখানে ২০টি পরিবার ভিটামাটি হারিয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম জানান, জেলার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও এ মাসের প্রথম সপ্তাহের শেষে একটি স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে।