দিনাজপুরে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু

0
94

সাত দিনের লকডাউনের প্রথম দিন দিনাজপুরে কঠোরভাবে পালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রশাসনের সব স্তরের কর্মকর্তারা মাঠে রয়েছেন। দোকান পাঠ সবকিছুই বন্ধ রয়েছে। যারা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে তাদেরকে জরিমান করা হচ্ছে। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা।

গত ২৪ ঘণ্টায় করোনায় দিনাজপুরে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা উপসর্গে আরো দুজন মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৭১ জনের। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০০ জনের।

বর্তমানে দিনাজপুরে করোনা মহামারিতে রূপ নিয়েছে। বিশেষ করে জেলা সদরের অবস্থা ভয়াবহ।বাড়ি বাড়ি করোনা রোগী। হাসপাতালে ঠাঁই নেই। রোগী নিয়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সেবকরা। ওষুধের দোকানগুলোতে প্রচণ্ড ভিড়। অনেক ওষুধ মিলছে না। বিশেষ করে বেক্সিমকোর ‘নাপা’। জেলার কোনো ওষুধের দোকান বা ফার্মেসিতে হদিস নেই নাপার।

বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৯৫ জনের। শনাক্ত হয়েছে ১৫১ জন। শনাক্তের হার ৩৮ দশমিক ২২ শতাংশ।