শৈলকুপার চিকিৎসকসহ ৯ স্বাস্থ্য কর্মীর যশোরে করোনা পজিটিভ, ঢাকায় নেগেটিভ

0
108

মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকসহ নয় স্বাস্থ্য কর্মীর করোনাভাইরাস শনাক্ত হলেও ঢাকা পাঠানো নমুনাতে করোনা নেগেটিভ হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন।

ডা. রাশেদ আল মামুন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ নয় স্বাস্থ্য কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়।

নিশ্চিত হওয়ার জন্য পুনরায় পরীক্ষার জন্য গত মাসের ২৭ তারিখে ঢাকা আইইডিসিআরে নমুনা পাঠালে শুক্রবার তার ফলাফল আসলে দেখা যায় নয়জনের মধ্যে সাতজনের করোনা নেগেটিভ। বাকী দুইজনের রিপোর্ট এখনো আসেনি বলে তিনি জানান।