বড় জয় শেখ জামালের, ম্যাচসেরা আশরাফুল

0
81

ফিক্সিং কেলেঙ্কারিতে সবকিছু পাল্টে গেছে। অসামান্য আশরাফুল এখন সাধারণ ক্রিকেটার। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) স্বরূপে ফিরলেন তিনি। মিরপুরে দেখা গেল আশরাফুলের তাণ্ডব। দুর্দান্ত এক ইনিংস উপহার দিয়ে ম্যাচের নায়ক হয়েছেন ৩৬ বছর বয়সী আশরাফুল।

বৃহস্পতিবার (২৪ জুন) আশরাফুলের অপরাজিত ৭২ রানে ভর করে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৬ উইকেটের বড় জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এতে বৃথাই গেল আবাহনীর নাঈম শেখ (৪২) আর লিটন দাসের (৭০) দুটি ঝড়ো ইনিংস। ম্যাচসেরার পুরস্কার উঠল বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের সবচেয়ে বড় তারকার হাতে।

১৭৪ রানের তাড়ায় ব্যাটিংয়ে নেমে দলীয় ৯ রানেই সৈকত আলীকে (২) হারায় শেখ জামাল। তাকে কট অ্যান্ড বোল্ড করেন আরাফাত সানি। তবে ওপেনার আশরাফুল এদিন মেজাজে ছিলেন। তাকে সঙ্গ দিতে এসে নাসির হোসেন খেলেন ২২ বলে ৩৬ রানের ইনিংস।

উইকেটকিপার নুরুল হাসানা সোহানও ২২ বলে ৩৬ রান করেন। শেষ দিকে নেমে ২ ছয়, ২ চারে মাত্র ৯ বলে ফিনিশিং টাচটা দেন জিয়াউর রহমান। আর ম্যাচের নায়ক আশরাফুল ৪৮ বলে ৮ চার ২ ছক্কায় অপরাজিত ৭২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে আবাহনী। ওপেনিংয়ে নামা নাঈম শেখ খেলেন ২৮ বলে ৪২ রানের ইনিংস। তিনে নেমে লিটন দাস আরও বিধ্বংসী হয়ে ওঠেন। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৭০ রানের দারুণ এক ইনিংস।

তবে নাজমুল হোসেন শান্ত (৬) আর মোসাদ্দেক হোসেন সৈকত (১৬) বেশি কিছু করতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৩ রান তুলে মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্বাধীন দলটি।

শেখ জামালের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নিয়েছেন আফ্রিদি ও জিয়াউর, এনামুল হক নিয়েছেন ১টি।