রাতেই বন্ধ হচ্ছে হংকংয়ের ট্যাবলয়েড পত্রিকা অ্যাপল ডেইলি

0
71

হংকংয়ের বৃহৎ গণতন্ত্রপন্থি ট্যাবলয়েড পত্রিকা অ্যাপল ডেইলি বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। কর্মীদের সুরক্ষার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। এটিকে হংকংয়ের গণমাধ্যমে স্বাধীনতার জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

বিবিসির খবরে বলা হয়, এর আগে সংবাদ প্রকাশের জেরে দেশটির বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে গত সপ্তাহে ট্যাবলয়েড পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালায় দেশটির পুলিশ। এ সময় তারা পত্রিকাটির প্রধান সম্পাদক ও পাঁচজন কার্যনির্বাহীকে আটক করে। পাশাপাশি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলো স্থগিত করে দেয়।

অ্যাপল ডেইলির ব্যবস্থাপকদের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবারের প্রিন্ট সংস্করণ প্রকাশ করে মধ্যরাতের পর থেকে পত্রিকাটি জরুরি ভিত্তিতে বন্ধ করে দেওয়া হবে। ২৬ বছরের পুরনো পত্রিকার ডিজিটাল সংস্করণও মধ্যরাতের পর থেকে আর আপডেট হবে না।

পত্রিকাটির প্রকাশনা প্রতিষ্ঠান নেক্সট ডিজিটালের এক পৃথক ঘোষণায়- পাঠক, সাংবাদিক, অন্যান্য কর্মী এবং বিজ্ঞাপনদাতাদের একনিষ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানানো হয়।