চীনের নতুন টিকার ট্রায়াল হবে বাংলাদেশে

0
100

চীনের আইএমবি ক্যামসের উদ্ভাবিত কোভিড-১৯ টিকা বাংলাদেশে ট্রায়ালের জন্য আইসিডিডিআরবিকে অনুমতি দিল বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি)। এছাড়া আরো দুটি টিকার অনুমতি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। ওয়ান ফারমা নামের দেশীয় প্রতিষ্ঠান চীনের আইএমবি ক্যামসের দেশীয় এজেন্ট।

কয়েক দিন আগেই দেশে একসঙ্গে তিনটি টিকা মানবশরীরে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত সিদ্ধান্তের খবর বিএমআরসির বরাতে প্রকাশ হয়েছিল। যেখানে গত রবিবার ঐ তিন প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ারও কথা ছিলো।

সূত্র জানায়, এর আগে চীনের সিনোভ্যাক টিকার ট্রায়ালের আবেদন করেও শেষ পর্যন্ত চুক্তিতে দেরি করায় সেই প্রক্রিয়া ভেস্তে যায়। এর পরই চীনের আইএমবি ক্যামসের উদ্ভাবিত টিকা বাংলাদেশে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের আবেদন করে আইসিডিডিআরবি। তাদের সঙ্গে প্রায় ৬০ কোটি টাকার চুক্তিও হয়। যার ২৫ শতাংশ টাকা চীনের ঐ প্রতিষ্ঠানটি আইসিডিডিআরবিকে পাঠিয়েও দিয়েছে ট্রায়ালের জন্য। সব প্রস্তুতিও চূড়ান্ত।