শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে চলছে কৃষকদের ধান কাটা ও মারাইয়ের ব‌্যস্ততা

0
124

শ্রীনগর প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন স্থানে চলছে কৃষকদের ধান কাটা ও মারাইয়ের ব‌্যস্ততা। উপজেলায় এবছর ইরি ধানের আবাদ করা হয়েছে ১০ হাজার হেক্টর জমিতে। এরমধ‌্যে আড়িয়লবিলের শ্রীনগর অংশেই ৫ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে।

এরই মধ‌্যে আড়িয়লবিলসহ উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় সব খানেই ধান কাটা শুরু হয়েছে। করোনা মোকাবেলায় কৃষি শ্রমিকের অভাব পুরণ করতে উপজেলা প্রশাসন কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার, রিপার মেশিনসহ অন‌্য জেলা থেকে হাজার হাজার কৃষি শ্রমিক আনার ব‌্যবস্থা করে দিছেন।

লক্ষ‌্য করা গেছে কৃষাণ-কৃষাণিরা ফসল ঘরে তুলতে ব‌্যস্ত সময় পার করছেন।