রামপালে করোনায় মৃত হিন্দু বৃদ্ধের সৎকার করলো ৪ মুসলিম যুবক

0
273

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গিয়েছিলেন উপজেলার বেতকাটা গ্রামের নিরোদ পাল (৬৫) ৷ তবে মৃত্যুর পর দীর্ঘ ১২ ঘন্টা হাসপাতালে মৃতদেহ পড়ে থাকলেও তার সৎকার করতে আসেনি পরিবার ৷ অবশেষে রামপালের খেদমতে খালফ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রচেষ্টায় লাশটির সৎকার করা হয়েছে ৷

রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেতকাটা গ্রামের নিরোদ পালকে (৬৫) এক সপ্তাহ আগে তার পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে ৷ এরপরই পরীক্ষায় তার কোভিড শনাক্ত হয় ৷ প্রায় ১ সপ্তাহ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকার পর মঙ্গলবার (১৫ জুন) রাতে তিনি মারা যান ৷ তবে তার মৃত্যুর খবর পেয়েও একমাত্র ছেলে ছাড়া পরিবারের অন্য কোন আত্নীয়-স্বজন তাকে সৎকার করতে আসেনি । পরদিন সকালে রামপাল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ‘খেদমতে খালফ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের খবর দিলে তারা সৎকারের কাজটি সম্পন্ন করেন ।

স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার মাওলানা হোসাইন আহমদ জানান, হাসপাতাল থেকে মঙ্গলবার রাতেই আমাদেরকে জানানো হলে আমি ও মাওলানা জুলফিকার আলী, আব্দূর রহমান ও দেলোয়ার হোসাইন পরদিন (বুধবার) সকালে লাশটি বের করে নিজেরাই ভ্যান ঠিক করে মিরাখালী শ্মশানে নিয়ে আসি ৷ শুধুমাত্র মুখাগ্নি করার জন্য তার ছেলে সেখানে উপস্থিত থাকলেও সে কখনোই স্পর্শ করেনি, বেলা সাড়ে ১১টা নাগাদ তার সৎকার সম্পন্ন হয় ৷

রামপাল সদর ইউপি চেয়ারম্যান মোঃ জামিল হাসান জামু বলেন, ভয়ের কারণে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার কেউ এগিয়ে না আসলেও স্থানীয় চার মুসলিম যুবক নিরোদের সৎকারের কাজটি সম্পন্ন করেছে। এটি মানবতার একটি বিরল দৃষ্টান্ত। রামপাল উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল বলেন, সমাজের দায়বদ্ধতার জায়গা থেকেই ওই চার মুসলিম যুবক যে কাজটি করেছে তা সত্যি প্রশংসনীয়। তাদের এ কাজ এখানকার মানুষের কাছে ভবিষ্যৎতে স্মৃতি হয়ে থাকবে। তাদেরকে আমি ব্যক্তিগত ধন্যবাদ জানাই তারা এক ধর্মের হয়েও অপর ধর্মের মানুষের সৎকারে এগিয়ে এসেছেন, এটাই মানবতা। তারা প্রমাণ করেছে দিয়েছেন মানুষ মানুষের জন্যই।