জুমআর দিন যেসব আমল সুন্নাত

0
93

মুসলমানের সাপ্তাহিক গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য জুমআর দিন নির্ধারিত। এ দিনের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে মসজিদে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। এ দিন জুড়ে রয়েছে বেশ কিছু সুন্নাতি আমল। এ আমলগুলোর ব্যাপারে রয়েছে হাদিসের সুস্পষ্ট দিকনির্দেশনা। সেই সুন্নাত আমলগুলো কী?

জুমআর দিন সুন্নাতি আমলগুলো হলো-
১. মেসওয়াক করা।
২. পরিচ্ছন্ন সুন্দর ও উত্তম পোশাক পরা।
৩. চুল আঁচড়ানো বা পরিপাটি হওয়া।
৪. গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা।
৫. প্রথম ওয়াক্তে পায়েহেঁটে মসজিদে চলে যাওয়া।
৬. সুরা কাহফ তেলাওয়াত করা।
৭. ইমাম খুতবাহ দিতে আসার আগ পর্যন্ত ইবাদত-বন্দেগিতে মগ্ন থাকা।
৮. খুতবাহ শুরু হলে মনোযোগ দিয়ে তা শোনা।
৯. জুমআর নামাজের পর নফল নামাজ পড়া।
১০. দোয়া কবুলের মুহূর্ত খোঁজা।
১১. প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর বেশি বেশি দরূদ পড়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জুমআর দিনের সুন্নাতি আমলগুলো বেশি বেশি করার তাওফিক দান করুন। জুমআর দিনের সুন্নাতি আমলগুলো বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।