নেত্রকোনার কলমাকান্দায় বিজিবির মৎস্য চাষ উদ্বোধন

0
78

মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের উদ্যোগে ৯ জুন সকাল ১০টায় নেত্রকোনা জেলার কলমাকান্দার সীমান্তবর্তী খারনই বিওপি সংলগ্ন জনৈক বেসামরিক ব্যক্তির পুকুরে ‘আলোকিত সীমান্ত মৎস্য চাষ প্রকল্প’র শুভ উদ্বোধন করা হয়।

আনুষ্ঠানিকভাবে মৎস্য চাষ প্রকল্পের শুভ উদ্বোধন করেন বিজিবি ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আনিসুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ, কমলাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিজিবি ৩১ নেত্রকোনা ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর নুরুদ্দীন মাকসুদ এক প্রেস বিজ্ঞপ্তি মারফত জানান, সীমান্ত এলাকার জনগণের বিকল্প আয়ের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিজিবি’র অর্থায়নে এবং ব্যবস্থাপনায় আলোকিত সীমান্ত মৎস্য চাষ প্রকল্প গ্রহণ করেছে।

এই প্রকল্পের আওতায় স্থানীয় ৬ জন বেকার যুবককে একত্রিত করে প্রয়োজনীয় প্রশিক্ষনের পর পুকুরে মাছ চাষ প্রকল্প চালু করা হয়েছে।

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার খারনই ইউনিয়নের খারনই বিওপি সংলগ্ন জনৈক বেসামরিক ব্যক্তির ১ একর ১৬ শতাংশ জমির পুকুর ভাড়া নিয়ে দ্রুত বর্ধনশীল আনুমানিক ৩৫ হাজার বিভিন্ন জাতের পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।