জামালপুরে আরও ১১জন করোনা সনাক্ত, সর্বমোট ৩৬৪জন

0
92

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও মোট ১১ জন ।এর মধ্যে বকশীগঞ্জ উপজেলায় ২জন, মাদারগঞ্জ ৩, ইসলামপুর ১, সদর ৫) কোভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। উল্লেখ্য যে, টাঙ্গাইল জেলাতে শনাক্ত ২ জন জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা হওয়ায় উক্ত ২ জন মাদারগঞ্জ ১, সদর ১জনকে ৯জুন ২০২০ প্রতিবেদনে সংযোজন করা হয়েছে।

এ খবর নিশ্চিত করেছেন জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ৩৬৪জন। তন্মধ্যে সরিষাবাড়ী উপজেলায় ৩১, মেলান্দহ ৫৬, মাদারগঞ্জ ২৫, বকশীগঞ্জ ৪৫, দেওয়ানগঞ্জ ২৭, ইসলামপুর ৬৮, সদর ১১২ জন।

সর্বমোট সুস্থ হয়েছেন ১৫৬ জন। (৩ জন রেফার্ডকৃত সুস্থ সহ)।
সর্বমোট মৃত্যু ৪ (চিকিৎসাধীন ২ জন – দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় ২ জন – ইসলামপুর)।
সর্বশেষ রেফার্ড ০, মোট রেফার্ড ৬ (ময়মনসিংহ ও ঢাকা)।
ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে জামালপুরের নমুনা পরীক্ষা ৮৫।
মোট নমুনা পরীক্ষা ৮৫।
সর্বশেষ নমুনা সংগ্রহ ৬৮, মোট নমুনা সংগ্রহ ৪২৫০।