শরীয়তপুরে নতুন করে করোনায় আক্রান্ত ৪, মোট আক্রান্ত ১৮৩

0
92

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা,জানা যায় গত ২৪ ঘন্টায় নতুন করে শরীয়তপুরে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে আরও ৪ জন।এতে করে বর্তমানে জেলায় মোট আক্রান্ত রোগী ১৮৩ জন ।অন্যদিকে জেলায় মোট সুস্থ হয়েছেন ১০৯ জন।নতুন আক্রান্ত ব্যাক্তিরা হলেন,নড়িয়া উপজেলার পৌরসভার ১ জন,শরীয়তপুরের সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ২ এবং সদর পৌরসভার ১ জন।

শরীয়তপুরের ৬ টি উপজেলার মধ্যে সুস্থ , নড়িয়ায় এখন পর্যন্ত আক্রান্ত রোগী ২৪ জন,সুস্থ ১৮,মৃত্যু ২ জন।শরীয়তপুর সদরে আক্রান্ত ৫৩ জন,সুস্থ ২৯ জন,মৃত্যু ০০ (নেই)।জাজিরা আক্রান্ত ৩৫ জন,সুস্থ ১৫ জন,মৃত্যু ১ জন।ভেদরগঞ্জ আক্রান্ত ২৮ জন, সুস্থ ১৩ জন,মৃত্যু ০০ (নেই)।ডামুড্যা আক্রান্ত ২৮ জন,সুস্থ ২৫ জন,মৃত্যু ১ জন।গোসাইরহাট আক্রান্ত ১৫ জন,সুস্থ ৯ জন,মৃত্যু ০০(নেই)।

পাশাপাশি প্রাতিষ্ঠানিক আইসোলেশনে সদর হাসপাতালে ভর্তি আছে ২ জন,এবং নড়িয়া উপজেলা হাসপাতালে ভর্তি আছে ১ জন। এ যাবৎ জেলায় মোট নমুনা সংগৃহীত হয়েছে ৩৫৭৪ টি,এবং ফলাফল হাতে এসেছে মোট ৩১৫৮ জনের।বিষয় গুলো নিশ্চিত করেছেন শরীয়তপুর জেলা করোনা কন্ট্রোল রুমের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ আব্দুর রশিদ।