শ্রীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

0
105

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার বেলতলী জিজে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২ হাজার নারী পুরুষকে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। রোটারী ক্লাব অব ধানমন্ডি ঢাকা ও বিক্রমপুর জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির-২০২১ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলার তন্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হক দুলালের সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ইউনিফিল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন, জুয়েল অপটিকস্রে কর্ণধার রোটারিয়ান মোজাম্মেল হক জিল্লু, বিশিষ্ট ব্যবসায়ী মো. নুরুজ্জামান সিকদার, বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন মিয়া, বিক্রমপুর জনকল্যাণ সমিতির সভাপতি আলহাজ আবুল কাশেম শিকদার, সাধারণ সম্পাদক মো. আলী আলম রিপন প্রমুখ। উক্ত চক্ষু শিবিরে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মাজহারুল বিএনএসবি চক্ষু হাসপাতালের (চাঁদপুর) বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ।