দেশজুড়ে

সিরাজদিখানে নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: রাতের আঁধারে সিরাজদীখান উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম দুদুর (প্রতীক আনারস) ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভাটিমভোগ নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে প্রার্থী রফিুকুল ইসলাম দুদু এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেন ।

বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম দুদু জানান,‘ ভোরে আমার কর্মীর মাধ্যমে ভাঙচুরের ঘটনা জানতে পেরে আমি ক্যাম্পে এসে সত্যতা পাই । তবে কারা করছে এ বিষয়ে আমি জানিনা । কারো বিরুদ্ধে আমার কোন অভিযোগও নেই শুধু রিটার্নিং অফিসারের কাছে একটা লিখিত অভিযোগ দিয়েছি ।

এলাকাবাসী অনেকেই জানান, ‘এটা সম্পুর্ন সাজানো নাটক।প্রার্থীর লোকজন নিজেরাই সুবিধা নেওয়ার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে ।

নির্বাচনী রিটার্নিং অফিসার শাহিনা ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি আমরা তদন্ত করে ব্যবস্থা নিব ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, চকিদারের মাধ্যমে আমি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তবে আমার কোন ভাঙচুরের আলামত পাইনি ।ক্যাম্পের চেয়ার টেবিল এলোমেলো ছাড়ানো ছিটানো ছিল । এ বিষয়ে প্রার্থীর কোন অভিযোগ নেই ।

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপজেলার ১৪ টি ইউপিতে চেয়ারম্যন ৬৬, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য ৫৫৫।

এই বিভাগের আরও সংবাদ